অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন

Antardipan Voluntary Social Organisation

**** দান করুন মানবতার কল্যাণে, আলোকিত করতে সমাজকে। রকেট:01916000193-5;নগদ: 01916000193 বিকাশ :01914652494 ****

Bhanderkote Blood Donars’ Club

ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাব

“রক্তের অভাবে হারাবেনা কোন প্রাণ”- এই স্লোগানকে সামনে রেখে গ্রামের যুবসমাজকে রক্তদানের উৎসাহীকরণ, প্রয়োজনে রক্ত এবং সমাজের দুস্থ মানুষকে আর্থিক ও আর্থিক সাহায্য করার লক্ষ্য নিয়ে মোঃ হাফিজুর রহমান শেখ এর উদ্যোগে মোঃ মিরাজ তাহসিন শিমুল, এস. এম. রেজোয়ানুর রহমান এবং চিন্ময় দত্ত এর সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতায় ২০১৪ সালের ১ লা জানুয়ারি যাত্রা শুরু করে ভান্ডারকোট ব্লাড ডোনার্স ক্লাব। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আজও আর্তমানবতার সেবায় কাজ করেছে।

ভিশন: রক্তের অভাবে হারাবেনা কোন প্রাণ।

মিশন:

১. যুব সমাজকে রক্তদানে উৎসাহিকরণ।
২. প্রয়োজনে রক্ত দান।
৩. রক্ত গ্রহণ ও প্রদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
৪. সমাজের দুঃস্থ মানুষদের আর্থিক ও অনর্থক সাহায্য করা।

অর্জন:

১. বর্তমানে ভান্ডারকোট ব্লাড ডোনার্স ক্লাবের আওতাধীন এলাকা তে রক্ত দানের যোগ্য ১৮-৬০ বছর বয়স্ক প্রত্যেকেই প্রয়োজনে রক্ত দানের জন্য অঙ্গীকারবদ্ধ।
২. “রক্তদান কোন ভীতি নয়” এ বিষয়ে সকলের মধ্যেই সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
৩. 18 থেকে কম বয়সের কিশোরেরা উদগ্রীব থাকে কখন তারা রক্ত দানের যোগ্য হবে।
৪. প্রতিবেশী গ্রামগুলোতে রক্তদান বিষয়ক ক্ষুদ্র ক্ষুদ্র স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি হয়েছে।
৫. সারা বাংলাদেশে আমাদের স্বেচ্ছাসেবী রক্তদাতাগণ রক্ত দান করে থাকেন।
৬. প্রতি বছর গড়ে তিনশত ব্যাগ রক্ত প্রদান করা হয় আমাদের এই সংগঠনের মাধ্যমে থেকে।
৭. রক্তের চাহিদা বৃদ্ধির সাথে সাথে আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।