অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন

Antardipan Voluntary Social Organisation

**** দান করুন মানবতার কল্যাণে, আলোকিত করতে সমাজকে। রকেট:01916000193-5;নগদ: 01916000193 বিকাশ :01914652494 ****

একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকদের হাত ধরে ” সেবা কল্যাণ উন্নয়নের ব্রত” স্লোগানকে লালন করে ১৯ মে ২০১৯ তারিখে যাত্রা শুরু করে অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ইহা একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংস্থার মূল লক্ষ্য হচ্ছে ” মানুষের মানবিক গুণাবলির উৎকর্ষ সাধনে এবং স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে সমাজের কল্যাণ ও উন্নয়নে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ” ।

যুব সমাজকে স্বেচ্ছাসেবী কাজে আগ্রহী করার জন্য অন্তর্দীপন বিভিন্ন প্রকারের সচেতনামূলক কর্মসূচি গ্রহণ করে। অন্তর্দীপন শিশু, যুব, নারী, ভিক্ষুক, রোগী , অসুস্থ ব্যক্তি, শারীরিক ও মানসিক অসমর্থ ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন প্রকার কর্মসূচি গ্রহণ করে। সংস্থাটি সমাজ বিরোধী কার্যকলাপে জনগণকে বিরত রাখার উদ্দেশ্যে চিত্তবিনোদন কর্মসূচি গ্রহণ করে। নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে সামাজিক শিক্ষা, বয়স্কদের শিক্ষাব্যবস্থা এবং সমাজকল্যাণ কার্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে। অত্র অঞ্চলের বিভিন্ন সমাজ কল্যাণ সংস্থার সমন্বয় সাধনের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কাজ করে। এছাড়াও স্বেচ্ছায় রক্তদান, জলবায়ু ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, ব্লাড গ্রুপিং এর মাধ্যমে সদস্যদের রক্তের গ্রুপ নির্ণয়, পাঠাগার স্থাপনের মাধ্যমে বই- পুস্তক বিতরণ এবং বই পড়তে উদ্বুদ্ধকরণ, মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের চিকিৎসা সেবা প্রদান, আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তির ব্যবস্থকরণ সহ বিভিন্ন প্রকারের কর্মসূচি গ্রহণ করে। জরুরি প্রয়োজনে রক্তদানের জন্য আমাদের রয়েছে শতাধিক তরুণ উদ্দীপ্ত রক্তদাতা এবং বিভিন্ন রক্তদান সংগঠন সাথে রয়েছে নিবিড় যোগাযোগ।

যুব সমাজের স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমেই আমরা সামাজিক বিভিন্ন ব্যাধি দূর করতে চাই। এই মহতী কাজে আমরা সকলের অংশগ্রহণ কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *