অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন

Antardipan Voluntary Social Organisation

**** দান করুন মানবতার কল্যাণে, আলোকিত করতে সমাজকে। রকেট:01916000193-5;নগদ: 01916000193 বিকাশ :01914652494 ****

১৬ আগস্ট ২০১৯ অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সার্বিক সহযোগিতায় ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাব ইভ টিজিং ও মাদক বিরোধী এক আলোচনা সভা এর আয়োজন করে ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাব এর কেন্দ্রীয় কার্যালয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান শেখ। প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ভান্ডারকোট পুলিশ ফাড়ির ইনচার্জ উপ পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাবের সহ-সভাপতি মোঃ মিরাজ তাহসিন শিমুল, নাঈম স্পেশিয়াল ব্যাচের পরিচালক মোঃ আলামিন নাঈম। এছাড়া ও উপস্থিত ছিলেন মোস্তফা কামাল ডলার, বিশ্বাস আমিনুল ইসলাম, কেশব শীল, দিনার, মোঃ জাহাঙ্গীর গোলদার, মোঃকামরুল, সিরাজুল ইসলাম, সোলাইমান, পিয়াল, আরিফুল, সোহেল,সাকিব, রিয়াদ, এবং সাধারণ সদস্যগণ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. রেজোয়ানুর রহমান।
সভায় প্রধান অতিথী বলেন, যুব সমাজ আমাদের ভবিষ্যৎ, তাঁরা স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে সমাজ গঠনে অংশগ্রহণ করছে এটি আমাদের গর্বের বিষয়। কিন্তু কিছু পথভ্রষ্ট যুবক সমাজে ইভ টিজিং, মাদক সেবন সহ নানা প্রকার সামাজিক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এবং ক্রমান্বয় অন্যদের মাঝে ছড়াচ্ছে। পুলিশ এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে। যদি স্থানে এমন আপকর্ম দেখেন তবে আমাদের তথ্য প্রদান করুন। আমরা সমাজ থেকে সকল ব্যাধি দূর করতে চাই।

সভাপতি বলেন, সমাজে মূল্যবোধের অবক্ষয়ের সাথে সাথে তরুণদের ও অধঃপতন হচ্ছে। আমাদের ক্লাব তরুণদের সকল ভালো কাজের সাথে সম্পিক্ত করায় সচেষ্ট।সকলের মধ্যে মানবিকতা, মানব সেবার জ্ঞান দানে সচেষ্ট। মাদক সেবন, ইভ টিজিং এর মত সামাজিক ব্যাধি আমরা এক সাথে প্রতিরোধ করবো। ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি অনুষ্ঠান শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *