আজ ০৮/১০/২০২১ খ্রি: শুক্রবার ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাব কর্তৃক ভান্ডারকোট বাস স্ট্যান্ডে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করা হয়। ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাবের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব কেশব শীল এর একান্ত উদ্যোগে এই ক্লাব এই ক্যাম্পেইনের আয়োজন করে। সার্বিকভাবে সহযোগিতা করেন ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাবের অর্থ সম্পাদক জনাব মোঃ জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম এবং ভান্ডারকোট বাস স্ট্যান্ডের সদস্যবৃন্দ। সার্বিক কার্যক্রমে উপস্থিত থেকে তত্ত্বাবধান করেন সহ সভাপতি জনাব মিরাজ তাহসিন শিমুল এবং সাধারণ সম্পাদক জনাব এস এম রেজোওয়ানু রহমান। উক্ত ক্যাম্পেইনের টেকনিক্যাল সাপোর্ট প্রদান করেন রুপসা ম্যাটস । ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাব বিশেষভাবে কৃতজ্ঞ জনাব সৈয়দ আশরাফুল ইসলাম বকুল , পরিচালক, রুপসা ম্যাটস এর কাছে। ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাব এর শুরু (২০১৪ সাল) থেকেই সৈয়দ আশরাফুল ইসলাম বকুল ভাই সকল প্রকার টেকনিক্যাল সাপোর্ট প্রদান করে আসছেন। আজকের এই ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্নের জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাবের সভাপতি জনাব মোঃ হাফিজুর রহমান শেখ কে । যিনি দূরে থেকেও সকল ব্যবস্থাপনা সঠিক ভাবে করেছেন, সকল প্রকার সাপোর্ট সঠিক সময়ে দিয়েছেন |
