অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন

Antardipan Voluntary Social Organisation

**** দান করুন মানবতার কল্যাণে, আলোকিত করতে সমাজকে। রকেট:01916000193-5;নগদ: 01916000193 বিকাশ :01914652494 ****

অন্তর্দীপন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাবের উদ্যোগে জন সচেতনতার জন্য গত ২২/০৩/২০২০ খ্রি. তারিখে ভান্ডারকোট ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্যানার টানানো হয় এবং লিফলেট বিতরণ করা হয়। ২৩/০৩/২০২০ খ্রি. তারিখে সাধারণ মানুষদের মুখে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য বিনামূল্যে দোকানদার, ভ্যান চালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে অাজ ২৬/০৩/২০২০খ্রি. তারিখ স্বাধীনতা দিবসে ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের বিভিন্ন জায়গায় সাবান দিয়ে হাত ধোয়ার জন্য পানির ড্রাম স্থাপন করাসসহ ব্লিচিং পাউডারের জলীয় দ্রবণ স্প্রে করা হয় । এ সকল কাজ করা হয় অন্তর্দীপনের প্রতিষ্ঠাতা জনাব মোঃ হাফিজুর রহমান শেখ, মোঃ মিরাজ তাহসিন শিমুল ও চিন্ময় দত্ত এর নির্দেশনায়। সকল কর্মসূচি এর সফল বাস্তবায়ন করেন ভান্ডারকোট ব্লাড ডোনার্স ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক এস.এম. রেজোয়ানুর রহমান।ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাবের সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক কেশব শীল এর সহযোগীতায়। এই কাজ গুলি মাঠ পর্যায়ে সম্পাদন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব মোঃ মোস্তফা কামাল ডলার, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, এবং দিনার কে। গৌরম্ভা- বর্ণি গ্রামে কর্মসূচি বাস্তবায়ন করেন মোঃ সুজা শেখ, নোয়ালতলা গ্রামে কর্মসূচি বাস্তবায়ন করেন মোঃ আরিফুজ্জামান। এছাড়াও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অন্তর্দীপন ও ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাবের সকল সদস্য দের যারা এই কাজে অক্লান্ত পরিশ্রম করেছে। আমাদের এই কাজগুলি অব্যাহত থাকবে।

ইনশাল্লাহ। অামরা প্রতিদিন ভান্ডারকোট ও গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন জায়গায় , এমনকি মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে স্প্রে করব। এজন্য অন্তর্দীপন ও ভান্ডারকোট ব্লাড ডোনারস ক্লাবের সকল সদস্যকে টিম করে কাজ করার জন্য আহবান করছি। পাশাপাশি প্রত্যেককে তাঁর নিজ বা পার্শ্ববর্তী এলাকায় স্বউদ্যোগে এই করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করার জন্য বিনীত অনুরোধ করছি। করোনা ভাইরাস মোকাবেলায় আমরা সকল প্রকার সরকারি নির্দেশনা মেনে চলব কিছুদিনের জন্য জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *